• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাড়ি প্রবেশের রাস্তায় ইটের প্রাচীর নির্মানের অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০২৩

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় এক জার্মান প্রবাসীর বাড়ি সহ বেশ কয়েকটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটির উপর ইটের প্রাচীর নির্মান করে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন এলাকায়। এঘটনায় প্রতিকার চেয়ে জার্মান প্রবাসী রাজা খলিফার ভগ্নিপতি স্থানীয় বাসিন্দা খোকন মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর রোববার একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের পর ঘটনা তদন্তে রোববার বিকেলে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীসহ স্থানীয়দের সাথে কখা বলেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জার্মান প্রবাসী সূর্য খলিফার পুত্র রাজা খলিফা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন ১০৬ নং মালীগ্রাম মৌজায় বিএস ৩৬২,৬১৫ খতিয়ানে স্থানীয় হাশেম খন্দকারের নিকট থেকে ১৭ শতাংশ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে সেখানে বাড়ি নির্মাণ করে প্রবাসীসহ অন্যান্য পরিবারগুলো বসবাস করে আসছেন।

প্রবাসী রাজা খলিফার বাবা- মা ও স্ত্রী জার্মানে বেড়াতে যায়। এ সুযোগে পাশ্ববর্তী জমির মালিক প্রভাবশালী হানিফ হাজি ও হান্নান মাতুব্বর গংরা রাতের আঁধারে তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটিতে ইটের প্রাচীর নির্মান করে তাদের চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন। যার কারনে প্রবাসী রাজা খলিফার পরিবার সহ ২০টি পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না।এমনকি স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরাও তাদের স্কুলে যেতে পারছেনা।এছাড়া ধর্ম প্রান মুসল্লীরা জামাতে নামাজ আদায়ে মসজিদেও যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার গুলো।

প্রাচীর নির্মানের পর যাতায়াতের পথ বন্ধ হওয়ায় পরিবারগুলো পড়েছেন মহা বিপাকে।বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য আসমা বেগম –জানান, আমরা দীর্র্ঘদিন যাবৎ বাড়ি-ঘর নির্মান করে বসবাস করে আসছি। কিন্ত হঠাৎ আমাদের যাতায়াতের পথ বন্ধ করায় মারাত্মক সমস্যায় পড়েছি। একই সমস্যার কথা জানান, মোঃ মনির মিয়া,আম্বিয়া বেগম সহ ভুক্তভোগীরা।

এ ব্যাপারে স্থানীয় তৌহিদ মোল্লা জানান,দীর্ঘ্যদিনের বসবাসের জায়গাটিতে প্রাচীর নির্মান করায় পরিবারগুলো অবরুদ্ধ হয়ে পড়েছে। ইউপি সদস্য কাইয়ুম মাতুব্বর বলেন, প্রাচীর নির্মান করার ফলে পরবিারগুলো অসহায় ও অবরুদ্ধ হয়ে পড়েছে। শীঘ্রই এর একটা সুরাহা হওয়া উচিৎ।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত হানিফ হাজির সাথে কথা বললে তিনি জানান, যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের ক্রয়কৃত সম্পত্তি। আমরা উক্ত জায়গায় একাধিক মালিক হওয়ায় এবং শীঘ্রই স্থাপনার নির্মাণ কাজ শুরু করবো বিধায় জায়গার সিমানা নির্ধারন করে ওয়াল নির্মাণ করেছি। যারা অভিযোগ করেছেন তারা তাদের নিজস্ব জায়গা দিয়ে রাস্তা তৈরি করে যাতায়াত করতে পারেন। তাদের আনিত অভিযাগ সঠিক নয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন,অভিযোগের পর ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads